শপথের আগে গান্ধী এবং বাজপেয়ীর স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন করলেন মোদি
সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতির ভবনে প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় বারের মতো শপথগ্রহণ করতে চলেছেন নরেন্দ্র মোদি। তবে তার আগেই আজ সকালে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন করতে দেখা গিয়েছে তাকে। এছাড়া মোদিকে ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর সৌধেও শ্রদ্ধাজ্ঞাপন করতে দেখা গেছে বলে খবর প্রকাশ করেছে আনন্দবাজার। এসময় মোদির সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। গান্ধী এবং বাজপেয়ীর উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপনের পর তারা রাজধানীর জাতীয় যুদ্ধ স্মারক বা ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে পুষ্পস্তবক অর্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান।
আনন্দবাজারের খবরে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করবেন মোদি। তাকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মোদির পাশাপাশি তার পরিষদীয় সদস্যেরাও শপথ গ্রহণ করবেন। অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে, মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু-সহ একাধিক রাষ্ট্রনেতারা আজ মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।