শনির আখড়ায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ, গুলিবিদ্ধ- ৬

সংবাদ ডেস্কঃ
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায়-দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর শনির আখরা এলাকা। বুধবার দিনব্যাপী দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।সন্ধ্যায় পুলিশের ছোড়া গুলিতে দুই বছরের শিশুসহ বাবা গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলিতে আরও ৪ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আহত ব্যক্তিরা হলেন- ইরান, সোহাগ, বাবু মিয়া ও তার শিশুপুত্র রোহিত মিয়া এবং স্কুলছাত্র মাহিম আহমেদ। আহত ব্যবসায়ী বাবু মিয়া দনিয়া এলাকায় শিশুসন্তান রোহিতকে নিয়ে বাসার ফটকে দাঁড়িয়েছিলেন। তখন পুলিশের ছোড়া গুলি তার ও ছেলের গায়ে লাগে।

শিরোনাম