শতাধিক পণ্যের ভ্যাট কার্যকর, জনমনে হাঁসফাঁস

অর্থনৈতিক রিপোর্টারঃ
হঠাৎ করে শতাধিক পণ্য ও সেবায় মূল্য সংযোজন কর বা (ভ্যাট) বাড়ানোর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক দলসহ অর্থনীতিবিদ ও ভোক্তারা সরকারের এ পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন।

বাড়তি শুল্ক ও কর কার্যকর হয়েছে মানুষের অতি প্রয়োজনীয় সাবান, বিস্কুট, চশমা, ওষুধ, হোটেল, রেস্তরাঁ, ফলমুল, মুঠোফোন সেবা ও ইন্টারনেট, কোমল পানীয়, ডিটারজেন্ট, বিমান ভাড়া, গৃহস্থালি সহ শতাধিক সেবা ও পণ্যে। ইতিমধ্যে এসব পণ্যের দামও বেড়ে গেছে। মোবাইল কল ও ইন্টারনেটের বাড়তি খরচ কেটে নিচ্ছে অপারেটরগুলো। যার চাপ পড়ছে সরাসরি ভোক্তার ওপর। চড়া মূল্যস্ফীতির এই সময়ে এনবিআর’র এমন সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি সাধারণ মানুষের।

শিরোনাম