শততম টি টোয়েন্টি জিতে ইতিহাস গড়ল টাইগাররা

 

সংবাদ জমিন, স্পোর্টস ডেস্ক ঃঃ
জিম্বাবুয়ে সফরে দারুণ সময় কাটাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। একমাত্র টেস্টে জয়ের পর ওডিআই সিরিজে স্বাগ০তিকদের হোয়াইটওয়াশ করে টাইগাররা। আজ তিন ম্যাচ টি২০ সিরিজের প্রথম ম্যাচ জিতে নিয়েছে ৮ উইকেটে। এর মধ্য দিয়ে নিজেদের শততম টি২০ ম্যাচ জিতে নিলো বাংলাদেশ দল, তাও আবার বিদেশের মাটিতে। এর আগে ২০১৭ সালের শ্রীলঙ্কা সফরে নিজেদের শততম টেস্ট ম্যাচেও জয় পেয়েছিলো টাইগাররা।

এদিন হারারের স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাট করে বাংলাদেশের সামনে ১৫৩ রানের টার্গেট দেয় জিম্বাবুয়ে। এই সমীকরণ মেলাতে বেগ পেতে হয়নি টাইগারদের। দুই ওপেনার সৌম্য সরকার ও নাঈম শেখের ব্যাটে জয়ের মালা গাঁথা হয়ে যায় সফরকারীদের। বিজয়ের দিনেও অবশ্য খানিক আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় সৌম্যকে। ফিফটির দিকে ছুঁটছিলেন তিনি, তবে ইনিংসের ১৪তম ওভারে দৌড়ে ২ রান নিতে গিয়ে বিপত্তি বাঁধান।

এনগারাভার থ্রো সরাসরি আঘাত হানে স্টাম্পে। এতে সৌম্য কাটা পড়েন ৪৯ রানে। তবে সৌম্যের পথে হাঁটেননি নাঈম শেখ। তিনি ঠিকই ফিফটি তুলে নেন।

শিরোনাম