লোহার সেতুর বদলে সুপারি গাছের সেতু !


নিজস্ব প্রতিনিধি ঃঃ
লোহার সেতুর বদলে সুপারি গাছের সেতু ! ভাবতেও অবাক লাগে। যেখানে নির্মিত হবার কথা লোহার সেতু, সেখানে নির্মিত হলো সুপারি গাছের সেতু। ঘটনাটি ঘটেছে বরিশালের পূর্ব উদয়কাঠী এলাকায়।

জানা গেছে, ২০১৭-২০১৮ অর্থ বছরে বরিশাল জেলা পরিষদে অর্থায়নে পূর্ব উদয়কাঠী এলাকার দুর্ভোগ লাঘবে মুন্সী বাড়ির সামনে নির্মাণ করার কথা ছিল লোহার সেতু। প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ১ লক্ষ টাকা। কিন্তু সেখানে নির্মাণ করা হয় সুপারি গাছের সেতু। সে সেতু দিয়ে ১ জন করে মানুষ পার হওয়া দুষ্কও ব্যাপার। যে সেতু নিয়ে এখন সোস্যাল মিডিয়ায় তোলপাড়। কে বা কারা এ টাকা আত্মসাৎ করলো? এ নিয়ে এলাকায় চলছে তোলপাড়।

এ কাজের সাথে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছে এলাকাবাসী।


শিরোনাম