লুটপাট-চাঁদাবাজির অভিযোগে যশোরে বিএনপি’র ১৩ নেতাকর্মী বহিষ্কার

স্টাফ রিপোর্টারঃ
লুটপাট-চাঁদাবাজির অভিযোগে যশোরে বিএনপি’র ১৩ নেতাকর্মী বহিষ্কার।যশোরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর, হুমকি ও চাঁদাবাজির অভিযোগে বিএনপি ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

গত দুইদিনে বিএনপি, যুবদল ও ছাত্রদলের জেলা ও উপজেলার সভাপতি-সম্পাদকের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব নেতাকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে উপজেলা বিএনপি’র পাঁচজন, যুবদলের চারজন ও ছাত্রদলের চারজন। এদিকে, বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় জেলার ঝিকরগাছা উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।

শিরোনাম