লালমাইয়ে ২৪ ঘণ্টায় উদ্ধার হলো ৩ লাশ

কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার লালমাই উপজেলায় গত ২৪ ঘণ্টায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়। বৃহস্পতিবার সকালে উপজেলার দত্তপুর থেকে অজ্ঞাত যুবক, ভুশ্চিবাজার থেকে এক বৃদ্ধ এবং বুধবার দুপুরে পশ্চিম অশ্বথতলা থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার সকাল অনুমান ৯টায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর ব্রিজ সংলগ্ন জমিতে এক অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। খবর পেয়ে লালমাই থানার একটি টিম ও পিবিআই, কুমিল্লার একটি টিম ঘটনাস্থলে যায়। নিহতের পরনে কালো রঙের একটি প্যান্ট ও লাল রঙের একটি গেঞ্জি ছিল। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

একইদিন সকাল অনুমান ১২টায় কুমিল্লা-বাঙ্গড্ডা সড়কের লালমাই উপজেলার ভুশ্চি দক্ষিণ বাজারে জামিয়াতুল আশরাফ মাদ্রাসার সামনে বাঙ্গড্ডামুখী যাত্রীবাহী শাহ আলী সুপার বাসের চাপায় মোসলেম মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধ উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের দক্ষিণ হাজাতিয়া গ্রামের মৃত আলেক হোসেনের সন্তান। এর আগে বুধবার দুপুরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পশ্চিম অশ্বথতলায় (উপজেলা কমপ্লেক্সের সামনে) নসিমনের ধাক্কায় আবদুল হক (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত আবদুল হক উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের পরতি গ্রামের মৃত আজগর আলীর ছেলে।

তিনি পেশায় একজন শিক্ষক ছিলেন। খবর পেয়ে লালমাই থানার উপ-পরিদর্শক জীবন ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন। এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম