লালমনিরহাটে অধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলীকে কুপিয়ে হত্যা
লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলীকে (৬৮) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পাটগ্রাম পৌর এলাকার পোস্ট অফিস পাড়ায় নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে।
পরে আহত অবস্থায় স্থানীয়রা ওয়াজেদ আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ।
সূত্র জানায়, মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী রাত সাড়ে ৯টার দিকে পাটগ্রাম রসূলগঞ্জ (পোস্ট অফিস পাড়া) বাজার থেকে পায়ে হেঁটে নিজ বাসায় ফিরছিলেন। এসময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালের পথে রওনা হলে পথেই তিনি মারা যান।পুলিশ জানায়,এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।