লক্ষ্মীপুরে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি, নিহত-১

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর শহরের কলেজ রোড এলাকায় আর কে শিল্পালয় নামে এক স্বর্ণের দোকানে ককটেল ফাটিয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় জুয়েলারি মালিক অপু কর্মকার, তার ছেলে অমিত কর্মকারকে কুপিয়ে স্বর্ণালংকার লুটপাট করে ডাকাতরা।

পালিয়ে যাওয়ার সময় ইটেরপোল এলাকায় ডাকাতের ব্যবহৃত পিকআপের চাপায় সফিউল্যাহ নামে একজন নিহত ও তিনজন আহত হয়। এ ঘটনায় দুই ডাকাতকে আটক করা হয়েছে। ডাকাতদের হামলায় গুরুতর আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শিরোনাম