লক্ষ্মীপুরে বৃদ্ধ বাবাকে উঠানে ফেলে রাখল সন্তানরা

 

লক্ষ্মীপুর প্রতিনিধি ঃঃ
লক্ষ্মীপুরে অসুস্থ বাবাকে ঘরের বাইরে উঠানে ফেলে রেখেছে সন্তানরা। শুক্রবার সকাল থেকে সন্তানের ঘরের সামনে অসুস্থ শফিকুল ইসলাম (৯৫)কে পড়ে থাকতে দেখা যায়। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর পৌর শহরের মেঘনা রোডের স্বপ্ন মহলের সামনে। বিষয়টি স্থানীয়রা প্রশাসনকে জানায়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের দুইজন ম্যাজিস্ট্রেট রাজিব হোসেন ও রাসেল ইকবাল ঘটনাস্থলে যান। স্থানীয়রা জানায়, অসুস্থ শফিকুলের ৪ ছেলে ও ৩ মেয়ে রয়েছে। দীর্ঘদিন যাবত তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছেন। ২ বছর আগে তিনি সন্তানদের সকল সম্পত্তি ভাগ করে দেন।

তার এক ছেলে বিজিবিতে চাকরি করে, আরেক ছেলে সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত, একজন মারা গেছে এবং অপর ছেলে প্রবাসী। তিন ছেলে প্রতিষ্ঠিত বলে জানা গেছে। সবার বিলাশবহুল বাড়ি রয়েছে। বৃদ্ধকে উঠানে ফেলে রাখার খবরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাজির হন। ছেলেদের অনুরোধ করলেও তারা বাবাকে আর গ্রহণ করেনি। অবশেষে এগিয়ে এলো তার এক মেয়ে। রাজী হলো অসুস্থ পিতাকে নিয়ে যেতে। প্রশাসন বৃদ্ধকে উদ্ধার করে মেয়ের বাড়িতে দিয়ে আসে। ছবি-সংগৃহীত

শিরোনাম