লক্ষ্মীপুরে প্রকাশ্যে নৌকায় সিল মারার ঘটনায় ছাত্রলীগ নেতা পাকড়াও
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
অবশেষে সমস্ত জল্পনার অবসান হয়েছে।লক্ষ্মীপুর-৩ সদর আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্রে প্রকাশ্যে নৌকায় সিল মারার ঘটনায় ছাত্রলীগ নেতাকে পাকড়াও করেছে গোয়েন্দা সংস্থা।
জানা গেছে,শনিবার(১১ নভেম্বর) বিকালে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে ছাত্রলীগের সাবেক নেতা আজাদ হোসেনকে জেলহাজতে প্রেরণ করা হয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় চন্দ্রগঞ্জের দেওপাড়া এলাকায় চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমানের বাড়ির সামনে থেকে তাকে আটক করে জাতীয় গোয়েন্দা সংস্থা। পরে চন্দ্রগঞ্জ থানায় তাকে হস্তান্তর করা হয়। থানা বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।এর পূর্বে থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।