লক্ষ্মীপুরে পাওনা টাকা চাওয়ায় প্রাণ গেল এক নারীর

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে ভবানীগঞ্জের চরমনসা এলাকায় পাওনা টাকা চাওয়ায় গৃহবধূ নুর নাহার বেগমকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সজীব হোসেন (২৩) ও রুবেল হোসেন (২১) নামে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল সকাল ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে নিহতের বোন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত দুই আসামি হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছেন, সদর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা মো. মোসলেহ উদ্দিন।

শিরোনাম