লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনার জের ধরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

রক্ষমীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে মেয়ের বাড়ির লোকজনের কাছে ছেলের বিরুদ্ধে নানা কটূক্তি করার প্রতিবাদ করায় সুজায়েত উল্যাহ নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশী হানিফ মিয়া ও তার ছেলে কিরণ হোসেন। গতকাল দুপুরে পৌরসভার ১৪নং ওয়ার্ডের উত্তর বাঞ্চানগর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত সুজায়েত উল্যাহ উত্তর বাঞ্চানগর এলাকার মৃত এনায়েত উল্যাহর ছেলে। পুলিশ জানায়,এ ব্যাপারে মামলা হয়েছে,আসামীদের ধরার জোর চেষ্টা চলছে।

শিরোনাম