লক্ষ্মীপুরে কৃষক দল নেতাকে গুলি করে হত্যা, বিএনপি’র শোক মিছিল
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
মৌলভীবাজারে শোক মিছিল করেছে জেলা বিএনপি। অবৈধ সরকারের পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে লক্ষ্মীপুর জেলা বিএনপি’র পদযাত্রায় কৃষক দল নেতা সজীব হোসেনকে হত্যার প্রতিবাদে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শোক মিছিল করেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে পুরাতন হাসপাতাল সড়ক থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পশ্চিম বাজার চৌরাস্তায় প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। জেলা বিএনপি’র প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি আলহাজ মোয়াজ্জেম হোসেন মাতুক ও আশিক মোশাররফ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি মো. হেলু মিয়া, সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাউর রহমান, জেলা কৃষক দলের আহ্বায়ক শামীম আহমেদ, পৌর বিএনপি’র সভাপতি অলিউর রহমান প্রমুখ।