লক্মীপুরে প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় ছাত্রীকে ধর্ষণ করলো শিক্ষক
লক্ষ্মীপুর প্রতিনিধি ঃঃ
লক্ষ্মীপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক স্কুলছাত্রীকে (১৪) জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষকের নাম মহিন উদ্দিন। তিনি সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালি গ্রামের মো. খোকন মিয়ার ছেলে। এ ঘটনায় রোববার (০৩ অক্টোবর) বিকেলে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন। মামলাটি ট্রাইব্যুনালের বিচারক সিরাজুদ্দৌলা কুতুবী আমলে নিয়ে ঘটনাটি গুরত্বের সাথে তদন্তের নির্দেশ দিয়েছেন।
জানা যায়, ভুক্তভোগী কিশোরী দীর্ঘদিন ধরে মহিনের কাছে প্রাইভেট পড়ত। এক পর্যায়ে তিনি ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন । কিন্তু ছাত্রী রাজি না হয়ে তার বাবা-মায়ের কাছে বলে। এরপর ক্ষিপ্ত হয়ে শিক্ষক ১২ সেপ্টেম্বর ঐ ছাত্রীর ঘরে প্রবেশ করে জোর পূর্বক ধর্ষণ করে।