র্যাব পরিচয়ে অপহৃত সাটুরিয়ার সেই কলেজ ছাত্রীকে উদ্ধার
মানিকগঞ্জ প্রতিনিধিঃ
র্যাবের ভুয়া পরিচয় দিয়ে মানিকগঞ্জের সাটুরিয়া থেকে অপহরণকৃত কলেজছাত্রকে ঢাকার পল্লবীর সাগুফতা হাউজিং থেকে উদ্ধার করেছে র্যাব-৪। সেইসঙ্গে অপহরণকারী চক্রের ৫ সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব ৪।
উদ্ধারকৃত কলেজছাত্র মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাফুল্লি গ্রামের মো. বিল্লাল হোসেনের ছেলে মো. রানা আহমেদ (১৯)। তিনি দড়গ্রাম ভিকু মেমোরিয়াল ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। অপরদিকে গ্রেপ্তারকৃতরা হলেন— রাজশাহী জেলার মো. আশিকুর রহমান (২৯), চাঁদপুর জেলার শাহ মো. দোজাহান (২২), ঢাকা জেলার মো. মিঠুন (১৮), মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার সাফুল্লির মো. হাবিবুর রহমান (২৭) ও মো. শরিফুল ইসলাম (৩২)।
অপহরণকারীরা অপহরণের পর ভুক্তভোগীর ওপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালায়। ভুক্তভোগীকে উদ্ধার এবং অপহরনকারী গ্রেপ্তার অভিযান চলাকালীন র্যাবের ৫ সদস্য আহত হয়েছেন। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।