রোহিঙ্গাদের খাদ্য সহায়তার পরিমাণ কমে যাবে অর্ধেকে

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
রোহিঙ্গাদের খাদ্য সহায়তার পরিমাণ কমে যাবে অর্ধেকে মিয়ানমার থেকে বলপূর্বক চাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত পরিমাণ অর্থ সংস্থান করা সম্ভব না হলে আগামী ১ এপ্রিল হতে খাদ্য সহায়তার পরিমাণ জনপ্রতি ১২ দশমিক ৫ মার্কিন ডলার থেকে কমিয়ে ৬ মার্কিন ডলারে নামিয়ে আনতে বাধ্য হবে বিশ্ব খাদ্য সংস্থা।

বৃহস্পতিবার (১৩ মার্চ) নিয়মিত প্রেস ব্রিফিং এ এই তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম।

শিরোনাম