রোজার শুরুেই দেখা দিলো সয়াবিন তেলের তীব্র সংকট

অর্থনৈতিক রিপোর্টারঃ
রোজার শুরুেই দেখা দিলো সয়াবিন তেলের তীব্র সংকট।ইফতার তৈরির জন্য সবচেয়ে দরকারি পণ্য হচ্ছে সয়াবিন তেল। ছোলা ভাজা থেকে শুরু করে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, রোল, হালিম, তরকারি রান্নাসহ সবকিছুতেই প্রয়োজন সয়াবিন তেল। অথচ সেই তেলই নেই বাজারে। গত কয়েক মাস ধরে বাজারে সরবরাহ কম থাকলেও রোজার শুরুতে সয়াবিন তেলের সংকট তীব্র আকার ধারণ করেছে।

সরেজমিন সোমবার (৩ মার্চ) রাজধানীর নয়াপল্টন, নয়াবাজার, লক্ষ্মী বাজার, নাজিরা বাজার, রায় সাহেব বাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মুদি দোকানগুলোতে সয়াবিন তেলের অস্তিত্ব নেই। হাতেগোনা যে কয়েকটি দোকানে পাওয়া যাচ্ছে, তাও প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

শিরোনাম