রোগীর পেটের ভেতর উড়ছে আস্ত একটা মাছি,হাসপাতালে তোলপাড়

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
একজন ব্যক্তির কোলনে মাছির উৎপাত চিকিৎসকদের হতবাক করেছে। তিনি নিয়মিত ক্যান্সার চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন। মিসৌরির কলম্বিয়ার ইউনিভার্সিটি অব মিসৌরি হেলথ কেয়ারে রোগীর কোলনোস্কোপির সময় দেখা যায় তার কোলনে দিব্যি ঘুরে বেড়াচ্ছে মাছিটি।

কীভাবে পেটের ভেতরেও মাছিটি বেঁচে ছিল সেটাই রহস্য। আমেরিকান জার্নাল অব গ্যাস্ট্রোএন্টেরোলজির মতে, এই ঘটনাটি খুবই বিরল কোলোনোস্কোপিক অনুসন্ধানের দিকে প্রতিনিধিত্ব করে। মিসৌরি ইউনিভার্সিটির ডা. ম্যাথেউ বেচটোল্ড বলছেন, মাছিটা শুধু বেঁচেই নেই, দিব্যি সক্রিয় রয়েছে পেটের ভেতরে। অন্ত্রের মধ্যে উড়ে বেড়াচ্ছে। এটা সত্যিই অবাক করার মতো ঘটনা। মাছি নানা রোগজীবাণুর বাহক।

শিরোনাম