রেমালে নিহতের সংখ্যা বেড়ে- ২১

নিজস্ব প্রতিনিধিঃ
সর্বনাশা রেমালের তাণ্ডবে লণ্ডভণ্ড উপকূল। বিধ্বস্ত হয়েছে প্রায় দুই লাখ ঘর বাড়ি। নষ্ট হয়েছে ফসলের খেত ও মাছের ঘের। উপকূলের মানুষদের কারো কারো কাছে মৃত্যুদূত হয়ে আসে রেমাল।

প্রবল ঘূর্ণিঝড়টির তাণ্ডবে রাজধানীসহ ১০ জেলায় প্রাণ গেছে প্রায় ২১ জনের। এর মধ্যে রাজধানীতে চারজন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান। আর ভোলায় ৩, বরিশালে ৩, পটুয়াখালীতে ৩, চট্টগ্রামে ২, খুলনা, সাতক্ষীরা, লালমনিরহাট, বরগুনা, কুষ্টিয়া ও কুমিল্লায় একজন করে মোট ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শিরোনাম