রেফারির ‘ভুল’সিদ্ধান্তে ব্রাজিলের নিকট পরাজিত কলম্বিয়া
সংবাদ জমিন ডেস্ক ঃঃ
কলম্বিয়ার বিপক্ষে পিছিয়ে পড়েও জয় তুলে নিয়েছে ব্রাজিল। সেলেসাওদের সমতা ফেরানো গোল নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টাইন রেফারি নেস্তর পিতানার সমালোচনায় মেতেছেন ফুটবলপ্রেমীরা। দারুণ লড়াই করেও হারের হতাশায় পুড়েছে কলম্বিয়া। দলটি অবশ্য বেশি হতাশ রেফারির সিদ্ধান্তে।
ব্রাজিল-কলম্বিয়া ম্যাচে দায়িত্ব পালন করা নেস্তর পিতানা ২০১০ সাল থেকে ফিফার এলিট প্যানেলের রেফারি। ২০১৮ বিশ্বকাপ ফাইনালসহ দুটি বিশ্বকাপে পরিচালনা করেছেন ৯টি ম্যাচ। অভিজ্ঞতায় পরিপূর্ণ পিতানা করে বসেন বড় ভুল। ম্যাচের ৭৮ মিনিটে রেনান লোদির ক্রসে মাথা ছুঁইয়ে ব্রাজিলকে সমতায় ফেরান রবার্তো ফিরমিনো। আর রেফারির ভুল সিদ্ধানেস্ত আরো একটি গোল পেয়ে জয়ী হয় ব্রাজিল।