রূপগঞ্জে দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পাটমন্ত্রীর ডিজিটাল মামলা

 

সংবাদ জমিন ডেস্ক ঃঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার করায় রূপগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মন্ত্রীর পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে মামলাটি দায়ের করেন গাজী গ্রুপের ম্যানেজার এডমিন মোজাম্মেল হক।

মামলার আসামিদ্বয় হলেন, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আশফাকুল ইসলাম তুষার ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম জেমিন। জানা যায়, ছাত্রলীগের ২ নেতাসহ আরো ১০/১২ জন ফেসবুকে বিভিন্ন সময় অপপ্রচার চালিয়ে আসছিল। আর এই অপপ্রচার ভাইরাল হলে মন্ত্রী থানায় মামলা ঠুঁকে দেন। ছাত্রলীগ নেতা তুষার জানান, মন্ত্রী সাহেবের জবর-দখলের প্রতিবাদ করায় ডিজিটাল মামলার শিকার হয়েছি। তার সময়ে এমন কোন নেতা-কর্মী নেই,যারা মামলার শিকার হয়নি।

 

শিরোনাম