সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
রাজধানী ঢাকার কাছের জেলা মানিকগঞ্জ থেকে প্রায় ২০ হাজার বিএনপি নেতাকর্মী মহাসমাবেশে যোগ দিয়েছে বলে জানয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতা।
তিনি জানিয়েছেন, বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। কোনো সভা-সমাবেশে ভাড়া করে কোনো লোকজন নিতে হয় না। দলের প্রতি ভালোবাসা থাকায় নেতাকর্মী এবং সাধারণ মানুষ নিজ উদ্যোগেই সভা-সমাবেশে যোগ দেন। এবার আমাদের মহাসমাবেশে মানিকগঞ্জ জেলা থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী অংশ নিয়েছে।