রিতার নেতৃত্বে মানিকগঞ্জ থেকে মহাসমাবেশে অংশ নিয়েছে ২০ হাজার বিএনপি নেতাকর্মী

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
রাজধানী ঢাকার কাছের জেলা মানিকগঞ্জ থেকে প্রায় ২০ হাজার বিএনপি নেতাকর্মী মহাসমাবেশে যোগ দিয়েছে বলে জানয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতা।

তিনি জানিয়েছেন, বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। কোনো সভা-সমাবেশে ভাড়া করে কোনো লোকজন নিতে হয় না। দলের প্রতি ভালোবাসা থাকায় নেতাকর্মী এবং সাধারণ মানুষ নিজ উদ্যোগেই সভা-সমাবেশে যোগ দেন। এবার আমাদের মহাসমাবেশে মানিকগঞ্জ জেলা থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী অংশ নিয়েছে।

শিরোনাম