রাষ্ট্রদূতদের উস্কানিতেই জ্বালাও-পোড়াও শুরু হয়েছেঃ জয়

নিজস্ব প্রতিনিধিঃ
অনেকেই মৌলবাদী, জঙ্গীবাদীদের উস্কাচ্ছে। তাদের কথায় বেশি কান দেবেন না। এরমধ্যে বিদেশি অনেক রাষ্ট্রদূত নির্বাচনের আগে অনেক বেশি কথা বলেন। আর তখনই জ্বালাও-পোড়াও শুরু হয়। তার মানে এদেরকে এরাই উস্কাচ্ছে। নির্বাচন যেদিন শেষ হবে সেদিন তারাও চুপ হয়ে যাবে। আর বেশি দিন না, মাত্র দেড় মাস বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন এর (সিআরআই) চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়।

শনিবার এক অনুষ্ঠানে তরুণদের হাতে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড তুলে দেন সজীব ওয়াজেদ জয়। এসময় তিনি আরও বলেন, আমাদের গত ১৫ বছর ধরে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। বাংলাদেশের তরুণদের প্রতি আমরা কৃতজ্ঞ। দেশের দুর্নীতি আপনারাই সমাধান করতে পারেন।

শিরোনাম