রাত পোহালেই মানিকগঞ্জ জেলা সদর উপজেলায় ইউপি নির্বাচন

স্টাফ রিপোর্টারঃ
রাত পোহালেই মানিকগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ শুরু হবে। ইতিমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। বিভিন্ন ইউনিয়নে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সকল প্রস্তুতি গ্রহণ করেছে।

রোববার (২৮ নভেম্বর) অনষ্ঠিত হতে যাচ্ছে এ নির্বাচন। সকাল ৮টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এ ভোট গ্রহণ। এবার মানিকগঞ্জ জেলা সদর উপজেলার ১০টি ইউপিতে ৩৮ জন চেয়ারম্যান প্রার্থী, ৩৩৩ জন সাধারণ সদস্য প্রার্থী ও ১০৭ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী প্রতিদ্বিন্দ্বিতা করতে যাচ্ছেন।

ভোটার মনে একটিই কৌতুহল, আর তা হচ্ছে কে হারবে আর কে জিতবে? তবে ভোটার সাধারণ এটাও বলছেন, উৎসব মুখর পরিবেশ বজায় রাখার জন্য সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই।

শিরোনাম