রাতে স্ত্রী খুন সকালে স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
রংপুরের কাউনিয়ায় গভীর রাতে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর সকালে গোয়াল ঘর থেকে স্বামী রবীন্দ্রনাথের (৫৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কাউনিয়া থানা পুলিশ।

জানা গেছে, উপজেলার কুর্শা ইউনিয়নের ড্রাইভার পাড়া গ্রামের গৌরাঙ্গ চন্দ্রের ছেলে রবীন্দ্রনাথ বেশ কয়েক মাস ধরে মানসিকভাবে অসুস্থ থাকায় গত শুক্রবার গভীর রাতে তার স্ত্রী শোভা রানীকে (৪৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে বাড়ির লোকজন শোভা রানীকে উদ্ধার করে কাউনিয়া হাসপাতালে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেলে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শোভা রানীর মৃত্যু হয়। এদিকে বাড়ির লোকজন শনিবার সকালে রবীন্দ্র নাথের গোয়াল ঘরে রবীন্দ্রনাথের ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দিলে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রবীন্দ্রনাথের লাশ উদ্ধার করে।

শিরোনাম