রাতে মায়ের জিডি, সকালে পুত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার

বরগুণা প্রতিনিধিঃ
রাতে মায়ের জিডি, সকালে পুত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার।বরগুনায় নিখোঁজ হওয়ার ঘটনায় মায়ের করা সাধারণ ডায়েরি করার ১২ ঘণ্টা পার না হতেই মিললো সন্তানের বস্তাবন্দি লাশ। পরিবারের একমাত্র সন্তানের নিহত হওয়ার খবর পেয়ে আহাজারিতে কান্নায় ভারী হয়ে উঠেছে উপস্থিত শত শত মানুষের চোখের পাতা।

এমন মর্মান্তিক ঘটনা বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের জাকিরতবক গ্রামে। নিহত যুবকের নাম সুজন ফরাজি (২৪)। পেশায় ছিলেন অটোরিকশা চালক। তার বাবার নাম বাদল ফরাজী। তিনি একজন বাকপ্রতিবন্ধী। গত বছর পার্শ্ববর্তী গ্রামের লিমা আক্তারের সঙ্গে বিয়ে হয় নিহত সুজনের। বর্তমানে লিমা গর্ভবতী। স্বামীর নিহতের খবরে তিনি এখন বাকরুদ্ধ। এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম