রাজশাহীর সারদায় কুচকাওয়াজ পরিদর্শন প্রধানমন্ত্রীর

সংবাদ জমিন ডেস্কঃ
রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল সোয়া ১১টায় পুলিশ একাডেমিতে পৌঁছান তিনি। এরপর ৩৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

এরপর বেলা আড়াইটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভাস্থলে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

এছাড়া প্রধানমন্ত্রী প্রায় ১ হাজার ৩১৬ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে ২৫টি প্রকল্পের উদ্বোধন এবং প্রায় ৩৭৬ কোটি ২৮ হাজার টাকা প্রাক্কলিত ব্যয়ে আরও ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

শিরোনাম