রাজশাহীতে হাত-পা বেঁধে ২ জনকে খুন : ১ জন জীবিত উদ্ধার

 

রাজশাহী প্রতিনিধি ঃঃ
রাজশাহীর পৃথক দু’টি স্থানে হাত-পা বাঁধা দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে নগরীর শাহ্‌ মখদুম থানাধীন নওদাপাড়া এলাকায় এক নৈশপ্রহরী এবং জেলার গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের কালাদীঘি গ্রামে এক মৎস্যচাষির লাশ উদ্ধার করা হয়। পরে লাশ দু’টির ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও হাত-পা ও মুখ বাঁধা আরেক জনকে জীবিত উদ্ধার করেছে পুলিশ।

তবে কারা লোমহর্ষক এই দুই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে ব্যাপারে এখনো পর্যন্ত কোনো ক্লু উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। নিহতরা হলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের চাপাল গ্রামের বাসিন্দা আব্দুল খালেকের ছেলে মৎস্যচাষি মাসুদ রানা (৪২) এবং নওদাপাড়া এলাকার নৈশ্যপ্রহরী আনিসুর রহমান (৭৫)। আর গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের রিয়াজ আলীর ছেলে লিটন আলীকে (৩৬) জীবিত উদ্ধার করা হয়েছে। তিনি নিহত মৎস্যচাষি মাসুদ রানার সহকারী বলে জানা গেছে।

পুলিশ জানায়, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে কঠিন ব্যবস্থা নেয়া হবে।

শিরোনাম