রাজশাহীতে আন্দোলনে গুলিবিদ্ধ শিবির নেতা রায়হান না ফেরার দেশে
সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
রাজশাহীতে সরকার পতনের আন্দোলনে গুলিবিদ্ধ ইসলামী ছাত্রশিবির নেতা রায়হান আলী মারা গেছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গতকাল শুক্রবার দুপুর আড়াইটায় রাজশাহী কলেজ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বৃষ্টি উপেক্ষা করেই ঢল নামে ছাত্র-জনতার। নিহত রায়হান আলী ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখার সাংগাঠনিক সম্পাদক ও জেলার পুঠিয়া উপজেলার মঙ্গলপাড়া এলাকার মোসলেম উদ্দীনের ছেলে। রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন তিনি। সমন্বয়করা জানান, গত সোমবার আলুপট্টি এলাকায় শিক্ষার্থীদের ওপর মুহুর্মুহু গুলি ছোড়ে ছাত্রলীগ। এতে কয়েকজন নিহত হন। গুলিবিদ্ধ হন ৩০ জন। আহত হন ৫০ জনের বেশি।