রাজশাহীতে অজ্ঞাত রোগে দুই বোনের মৃত্যু,হাসপাতালে ভর্তি মা ও বাবা

রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীতে হঠাৎ করে জ্বরে আক্রান্ত হয়ে চার দিনের ব্যবধানে দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা যায় পাঁচ বছর বয়সী বড়বোন। চার দিন আগে বুধবার ২ বছর বয়সী ছোটজনকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ভাইরাসজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণ করছেন চিকিৎসকরা। তবে কোন ভাইরাসে তারা আক্রান্ত হয়েছিল তা নিশ্চিত হতে পারেননি। এমন অবস্থায় দুই শিশুর বাবা-মাকে কোথাও যেতে না দিয়ে হাসপাতালেই আইসোলেশনে রাখা হয়েছে।

শিরোনাম