মৌলভীবাজার প্রতিনিধি ঃঃ
মৌলভীবাজারের রাজনগরে আবারো নৌকার প্রার্থী বদল! দু’জনকেই দেয়া হয়েছে দলীয় প্রত্যয়ন। দু’জন প্রার্থীই মনোনয়ন জমা দিলেন নৌকা প্রতীক নিয়ে। দু’জন প্রার্থী কীভাবে পেলেন নৌকা প্রতীকের প্রত্যয়ন- এ নিয়ে চলছে তুমুল আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যম ছেয়ে গেছে প্রার্থীদের পক্ষে বিপক্ষের যুক্তিতর্কে। প্রশ্ন ওঠেছে কে আসল আর কে নকল! ঘটনাটি মৌলভীবাজারের রাজনগরের কামারচাক ইউনিয়নে। উভয় প্রার্থীই মনোনয়ন জমা দেয়ার সময় দলীয় প্যাডে প্রত্যয়ন জমা দিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে কামারচাক ইউনিয়নের দু’বারের চেয়ারম্যান নজমুল হক সেলিমের নাম উল্লেখ করে একটি তালিকা প্রকাশ করা হয়। পরদিন ২৪শে নভেম্বর সন্ধ্যায় শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের উপজেলা আহ্বায়ক মো. আতাউর রহমানকে মনোনয়ন দেয়া দলীয় প্যাডের প্রত্যয়ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বখ্ত বলেন, এখানে বেআইনির কিছু নেই। দলীয় প্রার্থী হিসেবে একজনই থাকবে এবং তা বাছাইয়ের দিনই নির্ধারিত হবে।