রাজধানী মুগদায় প্রতিপক্ষ কিশোর গ্যাং এর হাতে স্কুল ছাত্র খুন

নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর মুগদার মান্ডা এলাকায় কিশোর গ্যংয়ের দুই গ্রুপের দ্বন্দ্ব মীমাংসা করে দেয়ার কথা বলে ডেকে নিয়ে মো. রাকিবুল ইসলাম রাতুল (১৯) নামের এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) রাতের দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে মামলা হয়েছে। পুলিশ জানায়,জড়িতদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

শিরোনাম