নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর হাজারীবাগের জমি ব্যবসায়ী এখলাস হত্যার মূল পরিকল্পনাকারী লেদার মনিরসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। কামরাঙ্গীরচরের একটি জমি সংক্রান্ত বিরোধ থেকে ২০ লাখ টাকা কন্ট্রাক্টে ভাড়াটে খুনি দিয়ে এখলাসকে হত্যা করা হয়। আর এতে ব্যবহার করা হয় কাটআউট পদ্ধতি।
এই ঘটনার মূলপরিকল্পনাকারী ছিলেন লেদার মনির। একসময় হাজারীবাগ এলাকায় ২০ টাকার দিনমজুর হিসেবে ট্যানারির চামড়া পরিষ্কার করতেন। এখন হাজারীবাগে ৪টি ট্যানারির মালিক মনির। এ ছাড়া মনির আন্ডারগ্রাউন্ডের অস্ত্র ব্যবসা থেকে বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে তদন্তকারীরা। গতকাল মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন আর রশীদ এসব তথ্য জানান।