নিজস্ব প্রতিবেদকঃ
গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় ১৬ জনের মরদেহ হস্তান্তরের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বজনদের আহাজারি কমেছে। তবে বাঁচার আকুতি নিয়ে অপেক্ষায় করছেন আহতদের স্বজনরা।
বুধবার সকাল ১০টা ২০মিনিট পর্যন্ত আহত ২০ জন বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন বলে নিশ্চিত করেছেন ঢামেক জরুরী বিভাগের সামনে বসা জেলা প্রশাসকের হেল্প ডেস্কের আব্দুর রহমান।
তিনি জানান, জরুরি চিকিৎসা দেয়ার পর বিভিন্ন রোগীকে কয়েকটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তারা এখন চিকিৎসাধীন রয়েছেন।
আহত মুস্তফার এক স্বজন বলেন, ডাক্তার ফুফাকে অবজারভেশনে রাখছে। আমরা অপেক্ষা করছি। তিনি বলেন, বাদামতলি ফলের ব্যবসা করতেন। সিদ্দিক বাজারে তাগাদার জন্য গিয়েছিলেন। পরে বিস্ফোরণে আহত হন। আমরা খবর পেয়ে হাসপাতালে অপেক্ষা করছি।
।