রাজধানীর মিরপুরে চার বাসে আগুন,গ্রেফতার-৩

নিজস্ব প্রতিনিধিঃ
বিরোধী জোটের পঞ্চম দফা ৪৮ ঘণ্টা অবরোধ শুরুর আগে রাজধানীর মিরপুরে চার বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রাত সাড়ে ৮টা থেকে ১১ টার মধ্যে এসব বাসে আগুন দেয়া হয়।

জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-১ নম্বর বেড়িবাঁধ এলাকায় মানারাত ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এদিকে রাত সাড়ে ৯টার দিকে মিরপুরে আরও একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের একটি ইউনিট।ওদিকে রাত ১১টার দিকে মিরপুর বেড়িবাঁধের দ্বীপনগর এলাকায় শুকতারা পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট রাত ১১টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণ করে।

এদিকে মিরপুরে আগুন দেয়ার ঘটনাস্থল থেকে একজন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তিনজন হলেন মো. হাফিজুর রহমান (৩৫), শহীদুল ইসলাম (২০) ও মো. শামীম (৪৫)।

শিরোনাম