রাজধানীতে ৪ জনের মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার ঃঃ
রাজধানীতে পৃথক ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জন দুর্ঘটনায় এবং আর একজন বাথরুমে গিয়ে মারা যান। যারা মারা গেছেন তারা হলেন, শাহবাগে আব্দুল আউয়াল (৫৫), কদমতলীতে ধনু মিয়া (৬০), আজমপুরে সামিয়া (৩৮) ও ক্যান্টনমেন্ট রেলগেটে অজ্ঞাত এক নারী।

গতকাল দুপুরে শাহবাগের গণপূর্ত অধিদপ্তরের সামনে বাসের ধাক্কায় আব্দুল আউয়াল নামে এক রিকশাচালকের মৃত্যু ঘটে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতির একটি যাত্রীবাসী বাস মোটরসাইকেল ও একটি রিকশাকে চাপা দেয়। এ সময় গুরুতর আহত হন রিকশাচালক আব্দুল আউয়াল। তাৎক্ষণিকভাবে আউয়ালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার সকালে উত্তরার আজমপুর রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় সামিয়ার মৃত্যু ঘটে। অপরদিকে কদমতলী এলাকায় নিহত ধনু মিয়া পেশায় জুতা ব্যবসায়ী ছিলেন। তিনি মারা যান বাথরুমে গিয়ে। এছাড়া আরো ১ নারী দুর্ঘটনায় মারা যান।

শিরোনাম