রাজধানীতে সমাবেশকে ঘিরে সাভারে পুলিশের চেকপোস্ট, যানজটে ভোগান্তি


সাভার প্রতিনিধিঃ
রাজধানীতে বিএনপি’র তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজার অংশে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করেছে পুলিশ। এতে যানজটে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও রাজধানীগামী হাজারও মানুষ। গতকাল সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজার ২০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালের সামনে ব্যারিকেড বসিয়ে বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি শুরু করে পুলিশ।

এ সময় ধীরগতিতে তল্লাশি চালানোয় মহাসড়কটির আমিন বাজার থেকে বলিয়ারপুর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন হাজার হাজার মানুষ।


শিরোনাম