সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
রাজধানীর আগারগাঁও, সায়দাবাদ ও গাবতলীতে তিন বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২ ডিসেম্বর) রাত ১১টার দিকে আধাঘন্টার ব্যবধানে তিন বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে।রাত ১১টায় ৯ মিনিটের দিকে গাবতলী এলাকায় পদ্মা লাইন নামের একটি পরিবহনে,রাত ১০টা ৪৮ মিনিটে সায়েদাবাদে একটি বাসে আগুন ও নওগাঁর মহাদেবপুরে একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছ।
অপরদিকে রাজধানীর ফার্মগেটে ককটেল বিস্ফোরণে দুইজন গুরুতর আহত হয়েছেন। তারা হলেন, বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর মো. এমদাদুল হক খান (৫৬) ও সামিট গ্রুপের ইঞ্জিনিয়ার মোঃ নাজমুস শাহাদাত প্রতীক (৩৮)।তারা দুজন মোটরসাইকেল আরোহী ছিলেন।শনিবার (০২ ডিসেম্বর) রাত আটটার দিকে এই ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রগুলো জানায়।