রাজধানীতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় ক্ষমতাসীন দলের উদ্বেগ
নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকার শাহজাহানপুরে সাবেক এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ৩৬ বছর বয়সী অলিউল্লাহ রুবেল শাহজাহানপুর থানা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক। স্ত্রী-সন্তান নিয়ে তিনি থাকতেন গুলবাগের জোয়ারদার লেইনে। এই এলাকায় তিনি ইন্টারনেট ও ডিমের ব্যবসা করতেন। বৃহস্পতিবার রাতে রাজারবাগ এলাকা থেকে পায়ে হেঁটে বাসায় ফেরার পথে গুলবাগে রুবেল আক্রান্ত হন।
কয়েকজন মিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন রুবেলকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে পঙ্গু হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহজাহানপুর থানার ওসি ফারুকুল আলম বলেন,কারা, কী কারণে রুবেলকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ফারুকুল আলম।