রাজধানীতে চাঁদা না দেয়ায় হামলা

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
রাজধানীর লালমাটিয়ায় ‘লালমাটিয়া ক্লিনিং সার্ভিস’র স্বত্বাধিকারী গোলাম নোমানী মামুনের কাছে ৬ লাখ টাকা চাঁদা চেয়েছে স্থানীয় কিছু দুর্বৃত্তরা। দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় মামুনের বাড়িঘরে হামলাসহ তার কর্মচারীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার সকালে লালমাটিয়া গার্লস স্কুলের সামনে স্থানীয় জনগণের ব্যানারে বিক্ষোভ সমাবেশ করেছেন ভুক্তভোগী কর্মচারীরা।

আয়োজিত বিক্ষোভ সমাবেশে লালমাটিয়া ক্লিনিং সার্ভিসের কর্মচারী মো. সাফায়েত বলেন, গত বৃহস্পতিবার আমি লালমাটিয়া ডি-ব্লকের একটি বাসায় ময়লা আনতে গিয়েছিলাম। রাস্তায় বের হয়ে দেখি বেশ কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। তারা সকলেই জাহিদের পোলাপান। আমি তাদের পাশ কাটিয়ে হাঁটা শুরু করলেই তারা আমাকে মারধর শুরু করে। বলেন, আজ থেকে তোরা আর এই এলাকায় কাজ করতে পারবি না। কাজ করতে হলে ৬ লাখ টাকা চাঁদা দিতে হবে। লালমাটিয়া ক্লিনিং সার্ভিসের আরেক কর্মচারী মো. নুরুল হক বলেন, সাফায়েতকে মারধরের দিন আমাদের অনেক সহকর্মীকেই তারা বেধড়ক পিটিয়েছে। আমার গায়েও হাত দিয়েছে।

শিরোনাম