রাঙামাটিতে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

 

রাঙ্গামাটি প্রতিনিধি ঃঃ
রাঙামাটির মগবানে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের ধারালো দায়ের আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত বাসিরাম তংচঙ্গ্যা (৬০) সদর উপজেলাধীন মগবান ইউনিয়নের বল্টুগাছ মঈনপাড়া এলাকার বাসিন্দা। রাঙামাটির কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, বাসিরাম তংচঙ্গ্যাকে তার বাসার অদূরে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে যায়। পরবর্তীতে খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে মামলা হয়েছে। পুলিশ জানায় ময়না তদন্তের রিপোর্ট আসার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শিরোনাম