রত্ন গর্ভা সিংগাইরের রত্ন কবি খান মুহাম্মদ মঈনুদ্দিন

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
রত্ন গর্ভা সিংগাইরের রত্ন খান মুহাম্মদ মঈনুদ্দিন। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রামে নিভৃত পল্লীতে জন্ম গ্রহণ করেন।

কবি খান মুহাম্মদ মঈনুদ্দীন ১৯০১ সালের ৩০ অক্টোবর মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার চারিগ্রামে জন্মগ্রহণ করেন। জন্মদিনে কবির স্মৃতির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

এই জনপ্রিয় ছড়াটির রচয়িতা কবি খান মুহাম্মদ মঈনুদ্দীন। যে ক’জন হাতে গোণা কবি-সাহিত্যিক নিজস্ব গণ্ডি পেরিয়ে স্বীয় মেধা, মনন, যোগ্যতা ও প্রচেষ্টায় বাংলা সাহিত্যে স্থায়ী আসন অর্জনে সক্ষম হয়েছেন নিঃসন্দেহে কবি মঈনুদ্দীন তাদের মধ্যে অন্যতম। সূত্র-ফেসবুক

শিরোনাম