রংপুরে ২টি ইউনিয়নে স্বামী-স্ত্রীর লড়াই

রংপুর প্রতিনিধি ঃঃ
রংপুরের গঙ্গাচড়া উপজেলার ৯ ইউনিয়নে চতুর্থ দফার নির্বাচনের মনোনয়নপত্র দাখিল ও যাচাই-বাছাই শেষ হয়েছে। এখন প্রতীক বরাদ্দের অপেক্ষায় প্রার্থীরা। তবে ২ ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বামীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন তাদের স্ত্রী। যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্রও বৈধ হয়েছে।

জানা যায়, নোহালী ইউনিয়নে জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান প্রার্থী আশরাফ আলী ও তার স্ত্রী নাজনীন আক্তার স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং কোলকোন্দ ইউনিয়নে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আবদুর রউফ ও তার স্ত্রী মেনোকা মাহবুব সরকার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।

২৯শে নভেম্বর যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার তালিকায় রয়েছেন। আগামী ৬ই ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ৭ই ডিসেম্বর প্রতীক বরাদ্দ এবং ২৬শে ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

শিরোনাম