রংপুর প্রতিনিধিঃ
রংপুরে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছে মাইনুদ্দিন নামে এক যুবক (৩৬)। গতকাল সকালে ওই যুবক পীরগাছা থানায় এসে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে আত্মসমর্পণ করে। এ ঘটনায় পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করেছে।
এ ঘটনাটি গতকাল টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে। জানা যায়, পীরগাছা অন্নদানগর ইউনিয়নের খামার নয়াবাড়ি এলাকার আজিজুল ইসলামের মেয়ে আয়শা বেগমের (৩৬) সঙ্গে ১৪ বছর আগে বিয়ে হয় ঠাকুরগাঁও জেলার ভেলাজান ইউনিয়নের বাঁশগাড়া গ্রামের বশির উদ্দিনের ছেলে মাইনুদ্দিনের। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। গত দুই বছর আগে পীরগাছার মমিন বাজার জগজীবন এলাকার যুবক ফারুকের (২৬) সঙ্গে পরকীয়া প্রেমে জড়ায় আয়শা। বিষয়টি মাইনুদ্দিন জানার পর থেকে পারিবারিক কলহ শুরু হয়। এরই জের ধরে স্বামী মাঈনুদ্দিন স্ত্রী আয়েশার গলা পাড়া দিয়ে পেটে শাবল দিয়ে আঘাত করে হত্যা করে। হত্যার পর মাঈনুদ্দিন পালিয়ে বেড়ালেও পরে থানায় আত্ম সমর্পণ করে। এ ব্যাপারে থাথায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।