রংপুরে ধর্ষণ করে পুঁতে রাখা শিশু কন্যার লাশ উদ্ধার
রংপুর প্রতিনিধি ঃঃ
রংপুরের মিঠাপুকুরে নিখোঁজের একদিন পর রহিমা আক্তার নামে ১০ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বালুয়া মাসিমপুর ইউনিয়নের বুজরুক সন্তোষপুর গ্রামে প্রতিবেশী রাজা মিয়া নামে এক ব্যক্তির খাটের নিচে মাটিচাপা দেয়া অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবার ও এলাকাবাসীর। রহিমা আক্তার রবিউল ইসলামের মেয়ে। এ ঘটনায় পুলিশ ঘাতক রাজা মিয়ার নানি হালিমা বেগম (৪৫) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় শিশুটিকে চিপস কেনার জন্য পাশের দোকানে পাঠায় শিশুটির ফুপাতো ভাই রাজা মিয়া (২০)। শিশুটি ফিরে এলে তাকে জোর করে ধর্ষণ করে। পরে শিশুটি চিৎকার শুরু করলে পাষণ্ড রাজা মিয়া শ্বাসরোধে হত্যা করে ঘরের মেঝেতে লাশ পুঁতে রাখে। ওইদিন শিশুটি নিজ বাড়িতে ফিরে না আসায় পরিবারের মাঝে উদ্বেগের সৃষ্টি হয়। হাওয়া হয়ে যায় রাজা মিয়া। আর এ থেকেই সন্দেহের সৃষ্টি হলে রাজা মিয়ার খাটের নিচে মাটি খুঁড়ে মিলল লাশ।