রংপুর প্রতিনিধিঃ
রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামাত নেতা মাহবুবুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত রোববার রাতে পায়রাবন্দ বাজারে এ ঘটনা ঘটে। এ হত্যার অভিযোগে হারুন নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।
জানা গেছে, হামলাকারী হারুন স্থানীয় সদরপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান। এলাকাবাসী জানায়, জামায়াতপন্থি চেয়ারম্যান মাহবুবুর রহমান রাতে পায়রাবন্দ বাজারে তার নিজস্ব ওষুধের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। এমন সময় হারুন তার মাছ ব্যবসায়ী বড় ভাইয়ের দোকান থেকে মাছ কাটার বঁটি নিয়ে এসে চেয়ারম্যানকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় চেয়ারম্যানের পরনের পাঞ্জাবি রক্তে লাল হয়ে যায়। এসব দেখে বাজারে থাকা লোকজন দৌড়ে এসে হারুনকে আটকে রাখে এবং চেয়ারম্যান মাহবুবুরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার ব্যবস্থা করেন। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ব্যাপারে মামলা হয়েছে।