রংপুর প্রতিনিধিঃ
রংপুর নগরীতে চিকিৎসার অবহেলায় একটি বেসরকারি হাসপাতালে একইদিনে ৪ নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হলে চিকিৎসক, ব্যবস্থাপকসহ হাসপাতাল ছেড়ে পালিয়ে গেছে। এ ঘটনায় রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েছেন এক ভুক্তভোগী। পুলিশ রাতেই হাসপাতালের সহকারী ব্যবস্থাপক আশরাফুল আলমকে আটক করে থানায় নিয়ে গেছে।
জানা যায়, দালালের মাধ্যমে সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে এনে নগরীর বাংলাদেশ বেতার সংলগ্ন রংপুর নবজাতক, শিশু ও প্রসূতি সেবা হাসপাতাল চালাচ্ছে কর্তৃপক্ষ। এনআইসিইউতে নবজাতকদের চিকিৎসার নামে মোটা অংকের অর্থ বাণিজ্য করে আসছিল হাসপাতালটি। কুড়িগ্রাম জেলার খলিলগঞ্জের আশিকুর রহমানের স্ত্রী সাথী বেগম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যমজ বাচ্চা প্রসব করেন। জন্মের পর নবজাতকদের শারীরিক সমস্যা দেখা দিলে চিকিৎসকরা এনআইসিইউতে চিকিৎসার কথা জানান। সরকারি এ হাসপাতালে এনআইসিইউ সংকট থাকায় তারা দালালের মাধ্যমে গত ২১শে আগস্ট রংপুর নবজাতক, শিশু ও প্রসূতি সেবা হাসপাতালে নবজাতকদের ভর্তি করে।
গত বৃহস্পতিবার চিকিৎসক জানান, মেয়ে নবজাতক দুর্বল হলেও ছেলে নবজাতক ভালো রয়েছে। শুক্রবার সকালে ছেলে নবজাতককে কেবিনে মায়ের কাছে দেয়ার কথা ছিল। এজন্য আশিকুর সকাল থেকে কর্তৃপক্ষের মাধ্যমে ছেলের খোঁজখবর নিতে থাকেন।
কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ওই নবজাতককে এনআইসিইউ থেকে কেবিনে দেয়ার পরিবর্ততে আশিকুরকে বিল পরিশোধের জন্য চাপ দিতে থাকে। পরবর্তীতে আশিকুর তার নবজাতককে কাছে পেতে কর্তৃপক্ষকে চাপ দেয় এবং থানা-পুলিশের সহযোগিতা চাওয়ার কথা জানায়। এরপর সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ বলে তার ছেলে নবজাতক মারা গেছে। তবে কন্যা নবজাতক এখনো জীবিত রয়েছে। এ খবর শুনে বাকরুদ্ধ হয়ে পড়ে আশিকুরের পরিবার। রাত ১০টার দিকে চিকিৎসায় অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনাটি জানাজানি হলে বিক্ষুব্ধ অভিভাবক ও স্বজনরা হাসপাতালে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা হাসপাতালে আসলে নানা অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগীরা।
এ সময় ভুক্তভোগীরা অভিযোগ করেন, এ হাসপাতালে চিকিৎসক নেই। নবজাতক শিশুদের চিকিৎসা দেন নার্স ও আয়া। এ ছাড়া একাধিক রোগীকে ভুল প্রেসক্রিপশন দিয়ে চিকিৎসা দেয়ার অভিযোগ করেন তারা। এদিকে শুক্রবার সকালে হাসপাতালের এনআইসিইউতে চিকিৎসাধীন রংপুর ও কুড়িগ্রামের বাসিন্দা সুমাইয়া আক্তার, ববিতা রানী, জবা রানী’র নবজাতকের মৃত্যু হয়েছে। তারা সকালে নবজাতকের লাশ নিয়ে বাড়ি ফিরে গেছেন।