#যে দেশে হিংসা ও প্রতিশোধপরায়ন রাজনীতি,সে দেশে স্থায়ী কোন শান্তি আসতে পারে না।দেশ স্বাধীন হয়েছে ৫৩ বছর পার হতে চলল।অথচ আমাদের মধ্যে এখনো সৌহার্দ্য পূর্ণ পরিবেশ সৃষ্টি হলো না।
কি অদ্ভূত দেশ।রাজনৈতিক দলগুলোকে মনে হয় স্বার্থান্বেষী মহল।এ মহল গুলো গদির মোহ,অর্থ মোহ ছাড়া পথ চলতে পারে না।দেশ সেবা বলেন,জনসেবা বলেন, রাষ্ট্র পরিচালনা বলেন,রাজনৈতিক দলগুলোর নেতা ও জনপ্রতিনিধিরা সম্পন্ন করে থাকেন।আমার মনে হয় রাজনৈতিক দলগুলো ও নেতারা জনসেবার নামে আখের গোছানো নিয়ে ব্যতিব্যস্ত থাকেন। ৭১ সালে মহান স্বাধীনতার পর আজ অবধি যেসব রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসেছে তারা জনগণের কথা ভাবেনি,ভাবেনি দেশের কথা।চেয়ারের মোহ ও ব্যক্তি স্বার্থটাকেই তারা প্রাধান্য দিয়েছে।
যেসব রাজনৈতিক দল ক্ষমতায় আসেনি,তারা ক্ষমতায় এলেও অবস্থা এমনি থাকবে।সে দেশে হবে সংস্কার!যারা সংস্কার কৃৃরবে তারা সংস্কার হয়েছে কি না?
সংস্কার,সংস্কার করে আজ দেশের এ অবস্থা?তাড়াতাড়ি একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে কেটে পড়ুন।