যুবলীগ নেতা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় সন্ত্রাসীদের হামলা

কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কেনায় সাবেক যুবলীগ নেতা গোলাম সারোয়ার মজুমদারের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই হামলার ছবি ও ভিডিও শেয়ার করেন ওই যুবলীগ নেতা।

সরসপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মনোহরগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম সারোয়ার মজুমদার গণমাধ্যমকে বলেন, কুমিল্লা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে ফেরার পথে দুর্বৃত্তরা আমার ওপর হামলা চালায়। তারা মনোনয়ন ফরম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মনোনয়ন ফরম সংগ্রহের আগে কামাল ও মহব্বতের অনুমতি নিয়েছি কি না জিজ্ঞেস করে। এ ঘটনায় জেলা নির্বাচন অফিসার, প্রিজাইডিং অফিসার ও কুমিল্লা কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।

শিরোনাম